মঙ্গলবার ৩০ আগস্ট ২০২২ - ০৭:৫৭
মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

হাওজা / যে ব্যক্তি আমরা আহলেবায়েত এর জন্য কবিতার একটি পংক্তি আবৃত্তি করে, মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটি ঘর প্রদান করবেন।

হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

قَالَ الصَّادِقُ : مَنْ قَالَ فِیْنَا بَیْتَ شِعْرٍ بَنَی اللّٰهُ لَهُ بَیْتاً فِیْ الْجَنَّةِ

ইমাম জাফর সাদিক্ব (আঃ) বলেছেন : "যে ব্যক্তি আমরা আহলেবায়েত এর জন্য কবিতার একটি পংক্তি আবৃত্তি করে, মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটি ঘর প্রদান করবেন।"

উল্লেখিত হাদিসে তিনি (আঃ) বলেছেন যে, ইমাম হোসায়েন (আঃ)-এর শোকে আন্তরিকভাবে যদি কবিতার একটি পংক্তি আবৃত্তি করা হয়, তবুও জান্নাত পাওয়া যায়। কিছু মানুষ পরিমাণ ও সংখ্যা হিসেব করে কিন্তু গুণ ও অবস্থা থেকে অবগত নয়।

মহান আল্লাহ তাআলা সেরা আমল অর্থাৎ সর্বোত্তম আমল আকাঙ্ক্ষী। তিনি এমন অধিক্য আমল চান না, যার মধ্যে আন্তরিকতা পাওয়া যায় না। অতএব, কবিতার একটি পংক্তি পাঠ করে এটা ধারণা করা অনুচিত যে, এর কোন গুরুত্ব ও মূল্য নেই, বরং কবিতার এই একটি পংক্তি জান্নাতে নিয়ে যাবার জন্য যথেষ্ট।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha